জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ফেনতারা এলাকায় রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিকেলে অজ্ঞাত ওই ব্যক্তি ফেনতারা এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটী গামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সান্তাহার রেলওয়ে থানা পুলিশকে অবগত করা হয়েছে।
তবে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০২২
এনএইচআর