ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে পুকুরে মাথাবিহীন মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
নারায়ণগঞ্জে পুকুরে মাথাবিহীন মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে পশ্চিম কেওঢালা এলাকার মো. তুহিন ইসলাম(১৭) নামের এক কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে মদনপুরস্থ কেওঢালা এলাকার মো. মোফাজ্জল হোসেন মিয়ার একটি পুকুরে এ মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ ব্যপারে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

তুহিন পশ্চিম কেওঢালা এলাকার জাহের আলীর বাড়ির ভাড়াটিয়া। তার বাবা রকিবুল ইসলাম রাজশাহী জেলার তানোর থানার স্থায়ী বাসিন্দা। তারা পরিবার নিয়ে বন্দরের কেওঢালা এলাকার বসবাস করে আসছিল।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা পুকুরে একটি মাথাবিহীন মরদেহ দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিয়ে পুলিশের ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ব্যপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, এ বিষয়ে এখনও কিছু বলা যাচ্ছে না। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নানা দিক বিবেচনা করে তদন্ত কাজ চলছে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।