রাজশাহী: রাজশাহীর বাগমারায় আমিনুল ইসলাম (৩৮) নামে এক যুবক গিয়েছিলেন প্রতিবেশী নারীর জানাজায়। কিন্তু তিনি নিজেই ফিরলেন লাশ হয়ে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে রাজশাহীর বাগমারা উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের এক নারী মারা যান। রাতেই তার জানাজা অনুষ্ঠিত হয়। প্রতিবেশী হিসেবে সেই জানাজায় অংশ নিয়েছিলেন আমিনুল। জানাজা শেষে সবাই বাড়ি ফিরে এলেও আমিনুল আর ফেরেননি। রাতে সবাই মিলে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। পরে সকালে একটি পানবরজের মধ্যে তার মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে ওই গ্রামের পানবরজ থেকে আমিনুলের মরদেহ উদ্ধার করা হয়। পরে বিকেলে তা ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আমিনুল বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বর্তমানে তার মৃত্যুর রহস্য উদঘাটনের জন্য পাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানান বাগমারা থানার এ পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসএস/আরবি