ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
মাগুরায় ২ মোটরসাইকেলের সংঘর্ষ, শিক্ষার্থী নিহত প্রতীকী ছবি

মাগুরা: মাগুরা সদর উপজেলার বেনীপুর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিরোজ কবির রবিন (২২) নামে এক কলেজছাত্রে মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রবিন ওই উপজেলার আঠারোখাদা গ্রামের লুতফর রহমানের ছেলে।

জানা গেছে, বেনীপুর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের পাঁচ আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে রবিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সড়ক দুর্ঘটনায় আহত অন্যদের মধ্যে শাওন ও মানিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।  

>>> দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত, বাসে আগুন
>>> কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৩ স্কুলছাত্রীর

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।