ঢাকা: রাজধানীর ওয়ারী এলাকার বহুতল ভবনের লিফটে আটকেপড়া এক ব্যক্তিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে ওয়ারীতে ফরচুন গার্ডেন নামে একটি আটতলা ভবনের সাত তলায় লিফটে সজীব দে (৪০) নামে একজন আটকে পড়েন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিদর্শক শাহজাহান শিকদার জানান, খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি স্পেশাল ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর লিফটে আটকেপড়া ওই ব্যক্তিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়।
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
পিএম/আরবি