ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরে আগুনে পুড়লো ৪ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
রায়পুরে আগুনে পুড়লো ৪ দোকান

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুরে আগুন লেগে চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

 

বৃহস্পতিবার (১০ মার্চ) ভোরের দিকে উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লার হাটের গাইনোগো ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  

বৈদ্যুতিক শর্ট-সার্কিটের আগুনে সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, বুধবার (৯ মার্চ) রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান মালিকরা। ভোর রাত সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত শুরু হয়। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই চারটি দোকানের মালামালসহ সবকিছু পুড়ে যায়।

রায়পুর ফায়ার সার্ভিস অফিসের ফায়ার ফাইটার মো. ইকরাম হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে তার আগেই চারটি দোকান পুড়ে যায়। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি ক্ষতিগ্রস্তদের।  

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।