সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার (এএসপি) মোস্তাফিজুর রহমান।
আটকরা হলেন- জেলার তাড়াশ উপজেলার ঘরগ্রামের মোজাম্মেল হকের ছেলে হেলাল হোসেন (৫২) ও একই উপজেলার গোয়ালগ্রাম এলাকার আব্দুল মজিদের ছেলে মো. সোবাহান (২২)।
বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ মার্চ) রাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি করা হয়। সে সময় গাড়িটি থেকে ১৩৬ গ্রাম হেরোইন ও ২৯ পিস ইয়াবাসহ ওই দু’জনকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহন করা প্রাইভেটকারটিও। এ ঘটনায় তাদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআরএস