ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়া থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
উখিয়া থেকে ১ লাখ ইয়াবা উদ্ধার করল বিজিবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রাজাপালং জলিলের গোদা আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বৃহস্পতিবার ( ১০ মার্চ) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির এর স্বাক্ষরিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রে বিজিবির কাছে খবর আসে বৃহস্পতিবার ভোরে উখিয়ার জলিলের গোদা নামক স্থান দিয়ে ইয়াবার একটি বড় চালান পাচার হবে। এমন খবরে সেখানে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় মাদক কারবারীরা বিজিবি সদস্যদের অবস্থান টের পেয়ে একটি পলিথিনের ব্যাগ জঙ্গলে ফেলে কৌশলে পালিয়ে যায়।  

পরে ওই ব্যাগ থেকে  ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় তিন কোটি টাকা। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে  জানানো হয়।  

বাংলাদেশ সময়: ২৩১৭ ঘন্টা, মার্চ ১০, ২০২২
এসবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।