ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলের বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল সুর্য

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
স্কুলের বনভোজনে গিয়ে লাশ হয়ে ফিরল সুর্য

পাথরঘাটা (বরগুনা): স্কুলের বনভোজনে গিয়ে অনেকের সঙ্গে বিষখালী নদীতে গোসল করতে নামাই কাল হলো সুর্য ঘোষের (১৩)। গোসল শেষে সবাই তীরে উঠলেও তলিয়ে যায় সে।

শেষ পর্যন্ত পরদিন নদীতে ভেসে ওঠে তার মরদেহ।
 
শুক্রবার (১১ মার্চ) সকাল ৬টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার লালদিয়ার চরে বিষখালী নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন জেলেরা।

জামাল হোসেন ও আলতাফ হোসেন নামে দুই জেলে বলেন, ভোরে জাল টানতে ছিলাম। আকাশ পরিষ্কার হওয়ার পর জালের কাছাকাছি দেখা যায়, মানুষের মতো ভাসছে। জাল টানা বন্ধ করে কাছে গিয়ে দেখি একটি শিশুর মরদেহ। পরে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসি।

এর আগে বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে বরগুনা সৃষ্টি বিজ্ঞান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বাৎসরিক বনভোজনে ৬৫ সদস্যের
একটি দল লঞ্চে করে পাথরঘাটার হরিণঘাটা ইকোপার্ক সংলগ্ন লালদিয়ার একটি চরে যায়। দুপুরের দিকে অনেকেই চরের
পাশে নদীতে গোসল করতে নামে। এরপর সবাই গোসল করে ফিরলেও সূর্য ঘোষ নিখোঁজ হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সঞ্জয় কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।