সিলেট: সিলেটে আগুনে পুড়ে ছাই হলো চলন্ত প্রাইভেট কার। চলন্ত প্রাইভেট কারটি আগুনে পুড়লেও অক্ষত আছেন চালক ও যাত্রীরা।
বৃহস্পতিবার (১০ মার্চ) মধ্যরাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় নিমিষেই চোখের সামনে পুড়ে ছাই হয়ে যায় প্রাইভেট কারটি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সুনামগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে আসা প্রাইভেট কারটি জাঙ্গাইল এলাকায় আসামাত্র সামনের দিকে আগুন লেগে যায়।
বিষয়টি আঁচ করতে পেরে গাড়ি থামিয়ে চালক ও যাত্রীরা নিরাপদ দূরত্বে চলে যান। এর কিছু সময় পরই বিকট শব্দে পুরো গাড়িতে আগুন ধরে যায়। আগুন নেভানোর আগেই এটি পুড়ে ছাই হয়ে যায়। অবশ্য চালক দুর্ঘটনার বিষয়টি আঁচ করতে পারায় অল্পের জন্য যাত্রী নিয়ে প্রাণে রক্ষা পান।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ব্যাটারি সংযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে প্রাইভেট কারটি পুড়ে ছাই হয়ে যায়, এমনটি ধারণা করছেন। অবশ্য কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এনইউ/এসআইএস