ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নকল তার-রং উৎপাদন, জরিমানা সাড়ে ১১ লাখ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
নকল তার-রং উৎপাদন, জরিমানা সাড়ে ১১ লাখ  নকল রং

ঢাকা: রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ও নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদনের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১০) ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবির সোয়েব জানান, বেশ কিছুদিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল রং, বৈদ্যুতিক তার ও  মবিল উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল।

ভ্রাম্যমাণ আদালত নকল রং, বৈদ্যুতিক তার ও মবিল উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে শাহিন নিউরোলাক পেইন্টসকে নগদ ৬ লাখ টাকা, বেটার রোবিলাক পেইন্টসকে দেড় লাখ, নিউ বিবিআই তার ড্রইংকে এক লাখ টাকা, ইফসুফ মেটালকে এক লাখ টাকা ও আবদুল্লাহ্ ট্রেডার্সকে দুই লাখ টাকা জরিমানা করে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
পিএম/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।