ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

গলায় ফাঁস দিয়ে শিশুর ‘আত্মহত্যা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
গলায় ফাঁস দিয়ে শিশুর ‘আত্মহত্যা’

ঢাকা: রাজধানীর হাজারীবাগ গজমহল রোডের একটি বাসায় বাথরুমে তানভীরুল ইসলাম সৈকত (১০) নামে এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) বেলা একটার দিকে ৮১ নম্বর গজমহল রোডের একটি বাড়িতে এ ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক বেলা পৌনে দুইটায় মৃত ঘোষণা করেন।

সৈকত চট্টগ্রাম মিরসরাই উপজেলার কচুয়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সবার ছোট ছেলে ছিল সে। রায়েরবাজার হাই স্কুলের ষষ্ঠ শ্রেণিতে পড়তো সে।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বড় ভাই কাউসার পারভেজ সাগর জানান, দুপুরে সবাই বাসায় ছিল। এসময় বাথরুমে গোসল করতে যায় সৈকত। অনেক সময় পার হয়ে গেলেও সে বাথরুম থেকে বের না হওয়ায় তাদের সন্দেহ হয়। এসময় অনেক ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। তখন দরজা ভেঙে ভেতরে তাকে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেওয়া অবস্থা দেখা যায়। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান।

তবে কেনো সে গলায় ফাঁস দিতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেনি স্বজনরা।

হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। সে বাথরুমের ভেতর গলায় ফাঁস দিয়েছে বলে পরিবারের লোকজন দাবি করেছে।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।