ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে বাস উল্টে হেলপার নিহত, আহত ৪০ যাত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
যশোরে বাস উল্টে হেলপার নিহত, আহত ৪০ যাত্রী

যশোর:  যশোরে যাত্রীবাহী বাস উল্টে তোতা মিয়া (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন নারীসহ অন্তত ৪০ জন।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল সড়কের লাউজানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত ব্যক্তি ওই বাসের হেলপার (চালকের সহকারি) ছিলেন। আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যশোর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আমিরুজ্জামান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তোতা মিয়ার মৃত্যু হয়। তিনি যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের হাফিজুর শেখের ছেলে।

আহত যাত্রীরা জানান, বেনাপোল থেকে যাত্রী নিয়ে যশোর আসার সময় লাউজানী গেট নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে যায়। এতে যাত্রীদের সবাই কম বেশি আহত হন। দুর্ঘটনার সময় বাসে ৫০ জনের মতো যাত্রী ছিলেন।

বাংলাদেশ সময়:  ১৫৩০ ঘণ্টা, ১১ মার্চ, ২০২২
ইউজি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।