ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাগরে নেমে কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
সাগরে নেমে কলেজছাত্রের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে সাঈদ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ খুঁজে পান লাইফগার্ড কর্মীরা।

একই স্থানে গোসল করতে নেমে নিখোঁজ সাঈদের বন্ধু মোহাম্মদ মুসাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার মোহাম্মদ মুসাকে কক্সবাজার সদর হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

সাগরে গোসল করতে নেমে মারা যাওয়া সাঈদ হোসেন রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এবং রামুর উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে। মুসা একই গ্রামের মো. হাশেমের ছেলে।  

পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি ‘সি-সেফথ লাইফগার্ডের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত  বলেন, সকাল সোয়া নয়টার দিকে সাঈদ হোসেনসহ ছয় বন্ধু কলাতলী সৈকতের উত্তরে গোসলে নামেন। তখন ভাটা শুরু হলেও সাগর শান্ত ছিল। ছয় বন্ধু একটি টায়ার টিউব নিয়ে গভীর সাগরের দিকে ভেসে যাচ্ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় ছয়জন টায়ার টিউব থেকে ছিটকে পড়েন। এ সময় লাইফগার্ড কর্মীরা সাগরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করলেও সাঈদ হোসেন নিখোঁজ ছিলেন। এক ঘণ্টা পর বেলা পৌনে ১১টার দিকে সাঈদের মরদেহ পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।