কক্সবাজার: কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে সাঈদ হোসেন (১৮) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় তার মরদেহ খুঁজে পান লাইফগার্ড কর্মীরা।
সাগরে গোসল করতে নেমে মারা যাওয়া সাঈদ হোসেন রামু সরকারি ডিগ্রি কলেজের মানবিক বিভাগের প্রথম বর্ষের ছাত্র। এবং রামুর উপজেলার তেচ্ছিপুল গ্রামের বাসিন্দা শামশুল আলমের ছেলে। মুসা একই গ্রামের মো. হাশেমের ছেলে।
পর্যটকদের উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি ‘সি-সেফথ লাইফগার্ডের ব্যবস্থাপক সাইফুল্লাহ সিফাত বলেন, সকাল সোয়া নয়টার দিকে সাঈদ হোসেনসহ ছয় বন্ধু কলাতলী সৈকতের উত্তরে গোসলে নামেন। তখন ভাটা শুরু হলেও সাগর শান্ত ছিল। ছয় বন্ধু একটি টায়ার টিউব নিয়ে গভীর সাগরের দিকে ভেসে যাচ্ছিলেন। হঠাৎ বড় একটি ঢেউয়ের ধাক্কায় ছয়জন টায়ার টিউব থেকে ছিটকে পড়েন। এ সময় লাইফগার্ড কর্মীরা সাগরে উদ্ধার অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করলেও সাঈদ হোসেন নিখোঁজ ছিলেন। এক ঘণ্টা পর বেলা পৌনে ১১টার দিকে সাঈদের মরদেহ পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসবি/এসআইএস