ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
যশোরে সন্ত্রাসীর ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

যশোর: যশোরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে হাফিজুর রহমান (২১) নামে এক মোটরপার্স ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে শহরের মণিহার সিনেমা হলের পশ্চিম পাশের গলিতে এই ঘটনা ঘটে।

হাফিজুর রহমান শহরের পশ্চিম বারান্দীপাড়ার সোনা মিয়ার ছেলে।

তার পরিবারের দাবি, শহরের আলোচিত সন্ত্রাসী গোল্ডন সাব্বির, হ্যাপি ও হুরাইরা মিলে তাকে ছুরিকাঘাত করেছে।

আহতের ভাবী হাসি বেগম অভিযোগ করে বলেন, হাফিজুর সকালে দৃপ্তি সেলুনে যান চুল কাটাতে। এ সময় সন্ত্রাসী গোডেন সাব্বির, হ্যাপি ও হুরাইরাসহ আরও কয়েকজন তার ওপর হামলা করে। সন্ত্রাসীরা তার বুকে ও বাম পাশের পাজরে ছুরি মেরে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শাহিনুর রহমান সোহাগ বাংলানিউজকে বলেন, হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযানে শুরু করেছে।

বাংলাদেশ সময়:  ১৫৪৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ইউজি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।