ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
নারায়ণগঞ্জে আগুনে পুড়ল ঝুটের গোডাউন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ২নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় দুটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে একটি ঝুটের গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত ছড়িয়ে পাশে থাকা অপর গোডাউনে ছড়িয়ে পড়ে।

পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন জানান, দুপুরে হঠাৎ করেই দুটি ঝুটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই পাশের গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত সাপেক্ষে তা জানা যাবে বলে জানান রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।