কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুরে প্রাইভেটকারের চাপায় শিশুসহ দুই পথচারী নিহত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বুড়িচংয়ের শাহ দৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে আনিছ (৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ঢাকা থেকে কুমিল্লামুখী একটি প্রাইভেটকার পেছন থেকে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে স্থানীয়রা প্রাইভেটকারটি জব্দ করলেও চালক ঘটনার পরই পালিয়ে যায়।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রাইভেটকার চাপায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাইভেটকারটি স্থানীয়রা জব্দ করার পর থানায় আনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
আরএ