ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত, বাবা-মা আহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মেয়ে নিহত, বাবা-মা আহত  ফাইল ফটো

নাটোর: নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ফাহিয়া খাতুন (০৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বনপাড়া ফজলিতলা এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফাহিয়া নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের ফারুক হোসেনের মেয়ে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চলতি দায়িত্বে থাকা মো. কেরামত আলী এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আজ সকাল ১০টার দিকে নাটোর সদর উপজেলার হয়বতপুর গ্রামের ফারুক হোসেন তার স্ত্রী ও শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বনপাড়া বাইপাস এলাকার ফজলি তলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এসময় মায়ের কোলে থাকা শিশু ফাহিয়া ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর জখম হয়। এ সময় বাবা ফারুক হোসেন ও মা দিলারা বেগমও আহত হন।  

খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। এসময় চিকিৎসাধীন অবস্থায় শিশু ফাহিয়া মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও হেলপারকে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।