ঢাকা: রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার রমনা বিভাগ।
শনিবার (১২ মার্চ) দুপুরে গোয়েন্দা রমনা বিভাগের সহকারী কমিশনার জাবেদ ইকবাল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (১১ মার্চ) দিনগত রাতে শাহজাহানপুর থানার আউটার সার্কুলার রোডের কমলাপুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদককারবারি মোহাম্মদ আলী ও মো. মনিরুল হাসানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা পালানোর চেষ্টাকালে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার দুই মাদককারবারির বিরুদ্ধে রাজধানীর শাহজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসজেএ/আরআইএস