ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীচরে মাদক নিয়ে নারীসহ ৩ বিক্রেতা গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কামরাঙ্গীচরে মাদক নিয়ে নারীসহ ৩ বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থেকে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১২ মার্চ) কামরাঙ্গীরচর থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে, শুক্রবার দিনগত রাতে কামরাঙ্গীরচর থানার রনি মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোসা. মনিকা আক্তার, মো. হাবিবুর রহমান হাবু ও মোসা. জহুরা বেগম।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায়, কামরাঙ্গীরচর রনি মার্কেটে একটি বেসরকারি ব্যাংকের সামনে তিনজন মাদক বিক্রেতা ইয়াবা ও গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে মনিকা, হাবিবুর ও জহুরাকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাজ থেকে ১৫৭০ পিস ইয়াবা, ৪ কেজি গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দেশের বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও গাঁজা সংগ্রহ করে কামরাঙ্গীরচর থানা এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করতো তারা। তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।