ঢাকা: সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত হাসপাতাল থেকে রাজধানীর বনানীর বাসায় ফিরেছেন। গত শুক্রবার (১১ মার্চ) তিনি বাসায় ফেরেন।
আবুল মাল আবদুল মুহিতের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বাচ্চু মিয়া এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ৬ মার্চ সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ভাই পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, আবুল মাল আবদুল মুহিত এখন ভালো আছেন, সুস্থ আছেন। তার খাওয়া-দাওয়া কমে গেছে। এখন তেমন কিছু খান না। ডাক্তার খাওয়া-দাওয়া বাড়াতে বলেছেন। আমরাও চেষ্টা করি। তবে তিনি দুর্বল হয়ে গেছেন।
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে গত ৫ মার্চ রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
টিআর/আরবি