বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে এক ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তার নাম মো. রাকিব।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে তাকে আটক করে স্টাফরা। শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার সকালে হাসপাতালের শিশু ওয়ার্ডে দায়িত্বরত স্টাফরা অ্যাপ্রোন পড়ে তাকে হাঁটতে দেখে সন্দেহ করে। এরপর তাকে পরিচালকের রুমে নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় আসলে সে দশম শ্রেণির ছাত্র। কীভাবে হাসপাতালে এসেছে জানে না। পরে তাকে আটক করে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ১২ মার্চ, ২০২২
এমএস/এমএমজেড