ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

পটুয়াখালী: পটুয়াখালীর দুমকীতে ভয়াবহ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরসহ ৩ জন নিহত হয়েছেন।

শনিবার (১২ মার্চ) সকাল ১০টায় দুমকী বোর্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বায়জিদ (১৫), হিরা হাওলাদার (২০) ও ইউসুফ গাজী (৩২)।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাম বাংলানিউজকে বলেন, পটুয়াখালী থেকে একটি মোটরসাইকেল ও একটি গ্যাস বোঝাই পিকআপভ্যান বাউফলের দিকে যাচ্ছিলো। অপরদিকে বাউফল থেকে একটি মোটরসাইকেল চরগরবদী এলাকা অতিক্রম করার সময় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারাও মারা যান।

তিনি আরও বলেন, নিহত ব্যক্তির একজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুইজনের মরদেহ বরিশাল থেকে নিতে আসবে। এ ঘটনায় ঘাতক পিকাপভ্যানের চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীকালে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।