ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

সাতক্ষীরা: সাতক্ষীরার কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আমিনুর রহমান (৪৫) নামের মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রতনপুর-নুরনগর সড়কের কদমতলা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

আমিনুর রহমান উপজেলার রতনপুর ইউনিয়নের বাশঝাড়িয়া গ্রামের গফফার গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নুরনগর সেটে মাছ বিক্রি করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কদমতলা মোড়ে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আমিনুর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, আনিসুরের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।