ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ভারতে পালানোর সময় প্রতিবন্ধীকে ধর্ষণের আসামি আটক

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ভারতে পালানোর সময় প্রতিবন্ধীকে ধর্ষণের আসামি আটক

মৌলভীবাজার: ভারতে পালানোর সীমান্ত এলাকা থেকে রজত ধর নামে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১১ মার্চ) মৌলভীবাজারের কমলঞ্জের চাতলাপুর থেকে আসামি তাকে আটক করে র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা।

তিনি উবাহাটা গ্রামের মৃত লক্ষ্মী ধরের ছেলে।

র‌্যাব-৯ জানায়, রজত ধরের বিরুদ্ধে গত ৫ মার্চ নারী ও শিশু (সংশোধনী/০৩)-এর ৯(১) ধারায় কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।

জানা গেছে, উপজেলার ধাতাইলগাঁও এলাকার জনৈক ব্যক্তি অভাবের কারণে তার প্রতিবন্ধী মেয়েকে (২৫) রজত ধরের বাড়িতে ১০ মাস আগে কাজে দেন। কিছুদিন পর রজত ধর তাকে বিভিন্ন প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। এতে মেয়েটি তার বাড়িতে কাজে যাওয়া বন্ধ করে দেয়। কিন্তু কিছু দিন পর মেয়েটি তার শরীরে অস্বাভাবিকতা দেখতে পায়। এক পর্যায়ে ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে সে ৬ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় রজত ধরের নামে কমলগঞ্জ থানায় মামলা হয়।

এক পর্যায়ে মামলা ও গ্রেফতার থেকে নিজেকে রক্ষা করতে ভারতে পালানোর চেষ্টা করেন রজত ধর। কিন্তু শেষ রক্ষা হয়নি, র‌্যাবের হাতে ধরা পড়তে হয়েছে তাকে। ।

র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প অধিনায়ক সিনিয়র এএসপি বাসু দত্ত চাকমা জানান, তারা তথ্যপ্রযুক্তির সাহায্যে সীমান্ত এলাকার চাতলাপুর বর্ডার থেকে রজতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ১২ মার্চ, ২০২২
বিবিবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।