ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী

দিনাজপুর: দিনাজপুরের পার্বতীপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় দিবাকর মহন্ত (২৯) নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন।  

পার্বতীপুর উপজেলার মহেশপুর এলাকায় শনিবার (১২ মার্চ) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিবাকর মহন্ত পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া গ্রামের বিমল মহন্তের ছেলে।  তিনি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ উপকেন্দ্রের (পিজিসিবি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়লাখনি এলাকা থেকে ফুলবাড়ী-রংপুর মহাসড়কের মধ্যপাড়া পাথরখনির দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দিবাকর। পথিমধ্যে মহেশপুর দলদলিয়া নামক এলাকায় পৌঁছলে বালুবোঝাই একটি ট্রাক পেছন থেকে এসে তাকে ধাক্কা দেয়। এতে ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দিবাকরকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় প্রকৌশলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুলতান মাহমুদ।  

তিনি বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। তবে, এখনও পর্যন্ত ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।