লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে একটি গোডাউন থেকে ১ টন খোলা সয়াবিন তেল জব্দসহ আবুল হোসেন নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ মার্চ) দুপুরের দিকে জেলা শহরের গোডাউন রোডে এ অভিযান চালানো হয়।
জেলা মার্কেটিং অফিসার মো. মনির হোসেন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন তথ্য পেয়ে জেলা শহরের গোডাউন রোড এলাকার নিউ আল-আমিন স্টোরের একটি গোডাউনে অবৈধ মজুদ করা ৬০ ড্রামে ১ টন সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে ভোজ্য তেলের মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টির দায়ে ব্যবসায়ী আবুল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসআরএস