ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে পাট গুদাম পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
লালমনিরহাটে পাট গুদাম পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি লালমনিরহাটে পাট গুদাম পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি।

লালমনিরহাট: লালমনিরহাটে পাট গুদামে অগ্নিকাণ্ডে শামসুল হক নামে এক ব্যবসায়ীর প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের দমদমা বাজারের পাশে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আতাউর রহমান আতা জানান, দুপুরের দিকে হঠাৎ করে শামসুল হকের বাড়ি সংলগ্ন তার পাটের গুদামে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসে একটি ইউনিট এসে ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ব্যবসায়ীর ৪টি ঘরসহ গুদামের মজুদ রাখা ৭/৮ লাখ টাকার পাট আগুনে পুড়ে ছাই হয়ে যায়।  

শামসুল হক জানান, কাঠমিস্ত্রির কাজ করে ৫ সন্তানের পরিবার সচল রেখে সঞ্চিত অর্থে স্টক ব্যবসা শুরু করেন। সঞ্চিত অর্থে ৭/৮ লাখ টাকার পাট মজুদ রাখেন গুদামে। যা ৩০ মিনিটের অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়েছে। এতে ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

ঘটনাস্থল পরিদর্শন করে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত সরকারিভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।