ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনা নিয়ে চম্পট!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনা নিয়ে চম্পট!

পঞ্চগড়: পঞ্চগড় শহরের এক স্বর্ণের দোকানে দিনদুপুরে ক্রেতা সেজে নারী-পুরুষ দুই জন মিলে সাড়ে ৩ ভরি ওজনের সোনা নিয়ে চম্পট দিয়েছেন। এতে করে প্রায় আড়াই লাখ টাকার সোনা চুরি হয়েছে বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।

শনিবার (১২ মার্চ) বেলা ১১টায় পঞ্চগড় শহরের বানিয়া পট্টি এলাকায় শ্যামলী জুয়েলার্স নামে স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিয়া বাংলানিউজকে বলেন, আমরা এ ঘটনায় ওই স্বর্ণের দোকানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। তদন্ত চলমান রয়েছে। আশাকরি দ্রুত জড়িতদের গ্রেফতার করতে সক্ষম হব।

এদিকে শ্যামলী জুয়েলার্সের কর্ণধার মধুসূদন বণিক রণিক বাংলানিউজকে বলেন, সকালে দুইজন ক্রেতা আমার স্বর্ণের দোকানে আসে তারা বিভিন্ন গহনার জিনিসপত্র দেখতে থাকে। এদের মধ্যে বোরকা পরা ও প্যান্ট শার্ট পরা একজন। এক সময় তারা একটি আংটি নিচে ফেলে দেয়। আমরা আংটি তোলার সময় তারা ১৯টি আংটি একটি হাত ব্যাগে নিয়ে পালিয়ে যান। এর মধ্যে আমরা স্বর্ণের মালামালগুলো গুছিয়ে নিতে গেলে চুরির বিষয়টি নজরে আসে। তাদের শহরের সব জায়গা খুঁজে পাইনি। বিয়ষটি পঞ্চগড় সদর থানা পুলিশকে জানানো হলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে আসে।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।