ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১৪ মাসে ২৭ জঙ্গি র‍্যাবের জালে ধরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
১৪ মাসে ২৭ জঙ্গি র‍্যাবের জালে ধরা

রাজশাহী: রাজশাহী অঞ্চলে গত ১৪ মাসে বিপুল পরিমাণ মাদক ও ২৭ জন জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। এছাড়া অস্ত্র ও বেশ কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (১২ মার্চ) সকালে র‍্যাব-৫ এর সদর দপ্তরের সম্মেলন কক্ষে র‍্যাব-৫ এর নতুন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার বলেন, গত ১৪ মাসে র‍্যাব-৫ এর সদস্যরা ২৫২টি অস্ত্র, ১ হাজার ২৪৮ রাউন্ড গুলি, ১০৪টি ম্যাগজিন, ১৩১ কেজি ৪৬০ গ্রাম হেরোইন, ১৬ হাজার ৬৯৭ বোতল ফেনসিডিল, ১ লাখ ৫৪ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ১ হাজার ৩৪৫ কেজি গাঁজা, ৭৫ হাজার ৯৬১ লিটার দেশি মদ, ৩২৬ বোতল বিদেশি মদ, ৩২৭ ক্যান বিয়ার, ১২ হাজার ৬৮৬ পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ২ হাজার ৭৫৬টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করেছে। তাদের অভিযান চলমান রয়েছে।

র‍্যাব-৫ এর অধিনায়ক এ সময় উল্লেখ করে বলেন, বেশিরভাগ উগ্রবাদী জঙ্গিরা সোশ্যাল মিডিয়া থেকেই মূলত জঙ্গিবাদে উদ্বুদ্ধ হচ্ছে। তাই আমরা এমন উগ্রবাদী জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি তাদের মোটিভেশনের কাজটিও করছি। অনেক সময় তাদের অভিভাবকদের হাতে তুলে দিচ্ছি। উঠতি বয়সীরা বিভিন্ন উগ্রবাদী সাইট থেকেই জঙ্গিবাদে আগ্রহী হয়ে উঠছে। এছাড়া অনেকে ফিরে আবার দ্বিতীয়বারের মতো জঙ্গিবাদে জড়াচ্ছে। আমরা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। ফলে বৃহত্তর রাজশাহী অঞ্চলে এখন জঙ্গি তৎপরতা অনেকাংশেই কমে আসছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।