চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ২ বিক্রেতাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫৫ কেজি মাংস জব্দ করা হয়।
সোমবার (১৪ মার্চ) দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার মাংস পট্টিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযুক্তরা হলেন, পৌর এলাকার পিঠালীতলা গ্রামের মোহবুল ইসলাম এবং চৌধুরিপাড়া গ্রামের আ. রাজ্জাক।
শিবগঞ্জ প্রাণীসম্পদ কর্মকর্তা রঞ্জিত কুমার বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পৌর মাংস পট্টিতে অভিযান চালিয়ে কম দামে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ২ বিক্রেতাকে আটক করা হয়েছে। পরে দু’জনের স্বীকারোক্তি ও পরীক্ষার পর মাংসগুলো অসুস্থ গরুর প্রমাণ হওয়ায় তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাকিব আল রাব্বির নিকট অভিযুক্তরা তাদের দোষ স্বীকার করে এবং বলে তারা আর অসুস্থ বা মরা গরুর মাংস বিক্রি করবে না। পরে তাদের ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেন বিচারক। আর জব্দকৃত মাংস নষ্ট করে ফেলে দেওয়া হয়।
উপজেলা নির্বার্হী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাকিব আল রাব্বি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জেডএ