ফেনী: ফেনীর ফুলগাজী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ মো. মামুন নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার পুলিশ।
রোববার (১৩ মার্চ) রাতে উপজেলার দেড়পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন আহমেদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী উপজেলার দেড়পাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মাদকবিক্রেতা মামুনকে গ্রেফতার করা হয়েছে। মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এসএইচডি/আরআইএস