ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর শহরের জলিলপুর বাজারে ডাকাতির প্রস্তুতিকালে ৬ ডাকাতসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।
রোববার (১৪ মার্চ) ভোর রাত ৪টার দিকে ওই বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, সম্রাট হোসেন (৩০), মনা ওরফে মুন্না (৩১), রাসেল শেখ (২৪), মুন্না খান (২৪), আলামীন হোসেন (২৪) ও সাহমত মাতুব্বর (৩৫)। তাদের বাড়ি ভোলা ও খুলনা জেলার ফুলতলা এলাকায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মহেশপুর শহরের জলিলপুর বাজারে ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন খবরে পুলিশের একটি টহল দল ওই এলাকায় আভিযান চালিয়ে তাদের আটক করে। সেসময় আটক করা হয় একটি ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরমঞ্জাম। আটকদের নামে বিভিন্ন থানায় একধিক মামলা রয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে আদলতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনটি