ঢাকা: বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারে গুরুত্বারোপ করেছে দুই দেশের ক্ষমতাসীন দলের নেতারা। ঢাকা সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বৈদেশিক বিষয়ক বিভাগের ইনচার্জ ড. বিজয় চাতওয়ালার সঙ্গে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের বৈঠকে এ বিষয়ে গুরুত্বারোপ করা হয় ৷
সোমবার (১৪ মার্চ) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও ভারতের বিদ্যমান দ্বিপাক্ষিক সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদারে গুরুত্বারোপ করা হয়।
বাংলাদেশ সময় ১৬০১ ঘন্টা, মার্চ ১৪, ২০২২
এসকে/এমএমজেড