ঢাকা: রাজধানীর কাপ্তান বাজারে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া নিম্নমানের ইলেকট্রনিক্স পণ্য (বৈদ্যুতিক লাইট) বিক্রি করার অভিযোগে চার দোকান মালিককে জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ওয়ারী থানার কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন-২ মার্কেট অভিযান পরিচালনা করেন ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ।
বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নিম্নমানের বৈদ্যুতিক লাইট বিক্রির অভিযোগে চারটি দোকানকে জরিমানা করে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মার্কেট এলাকার বিভিন্ন দোকান মালিকদের উদ্দেশ্যে করে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ বলেন, আপনারা কেউ বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত নিম্নমানের কোন ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করবেন না। এর মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হয়।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এজেডএস/এনএইচআর