ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ডামুড্যায় আগুনে পুড়ল ৮ দোকান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
ডামুড্যায় আগুনে পুড়ল ৮ দোকান

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে আট দোকান পুড়ে ছাই হয়েছে।

রবিবার (১৩ মার্চ) দিনগত রাত ৩ টার দিকে উপজেলা ইসলামপুর ভাঙ্গাব্রীজ সংলগ্ন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে হোটেলের একজন কর্মচারী আগুনে পুড়ে দগ্ধ হয়েছেন। এছাড়া আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

স্থানীয় ব্যবসায়ী সজিব জানান, উপজেলা ইসলামপুর ভাঙ্গাব্রিজের সামনে বাজারে রাকিবের হোটেল থেকে প্রথমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই তা অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ডামুড্যা ফায়ার সার্ভিসে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয়রা ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডে কালাচান মৃধা মুদি দোকান, রাকিব বেপারী হোটেল, আলমগীর মাঝী লেদের দোকান, আলী বাবর্চি ডেকোরেশন দোকান,ফারুক ঢালীর জুদার দোকান, ও ঘর মালিক মমিন উদ্দিন মাদবরের ৩ টি খালি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা বলেন, অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

তিনি সরকারের কাছে ব্যবসায়ীদের জন্য ক্ষতিপূরণের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।