ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি খাল থেকে লাল চান শেখ (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৪ মার্চ) বিকালে উপজেলার চৌকিঘাটা গ্রামের একটি খাল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, চৌকিঘাটা গ্রামে একটি খালে একটি মরদেহ ভাসতে দেখে গ্রামবাসী। পরে স্থানীয়রা থানা পুলিশকে জানায়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিপ্লব বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনএইচআর