ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
কেরানীগঞ্জে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা): ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে লিপি বেগম (৪২) নামে মাদক মামলার পরোয়ানভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার (১৩ মার্চ) উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

  লিপি বেগম পুরান ঢাকার বংশাল থানার ৫৭/১ আগাসাদেক রোডের হাজী নোমানের বাড়ির ভাড়াটিয়া মো. ফকির চানের মেয়ে।

র‌্যাব-১০ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার শাহরিয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় মাদক মামলার তিন বছরের সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি লিপি বেগম অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সেখানে অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবত দেশের সীমান্তবর্তীস্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জ থানাসহ বিভিন্নস্থানে সরবরাহ করতেন। এছাড়াও তার নামে রাজধানীর বংশাল থানায় ২টি মাদক মামলা রয়েছে। এঘটনায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।