চাঁপাইনবাবগঞ্জ: ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিংয়ে দেশ-বিদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন সিফাতুল্লাহ ইসলাম। তার ইচ্ছে গিনেস বুক রেকর্ডে নাম লেখানো।
সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতের লেখা প্রতিযোগিতায় পাঁচটি পুরস্কার পেয়েছেন তিনি। সিফাতুল্লাহ ইসলাম রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। বাবা শরিফুল একজন স্কুলশিক্ষক। জন্মসূত্রে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কালুপুর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে তার পরিবার বাস করছেন রহনপুর পৌর এলাকার একটি বাসা বাড়িতে।
জানা যায়, সিফাতুল্লাহ ছোট বেলা থেকে মেধাবী। বোর্ড পরীক্ষার প্রতিটিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে বিভিন্ন ধরনের ফ্রন্টের লেখার কৌশল বিষয়ে অবগত হন। শুরু করেন লেখালেখি। চেষ্টা করতে করতে তিনি সফলও হন। পরবর্তীকালে ইউটিউব দেখে তিনি ভুলগুলো সংশোধন করেন। এছাড়া ক্যালিগ্রাফি লেখাগুলো উপলব্ধি করেন। কিছুদিনের মধ্যে ক্যালিগ্রাফি লেখায় পারদর্শী হয়ে যান। এখন তিনি ৬ থেকে ৭ রকমের ফ্রন্ট লিখতে পারেন এবং দক্ষতা অর্জন করেছে। সিফাতুল্লাহ রাইটিং একাডেমির ফাউন্ডার।
সিফাতুল্লাহ বাংলানিউজকে বলেন, পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রন্টে লেখার চেষ্টা করি। লেখার সময় প্রথমে সমস্যা হলেও ধীরে ধীরে চেষ্টার সঙ্গে সফল হই। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকে বিভিন্ন ফ্রন্টে লেখার আগ্রহ জাগে। চেষ্টা করতে থাকি। করোনাকালীন সময় কলেজ বন্ধ হলে পড়ার ফাঁকে ফাঁকে ক্যালিগ্রাফি হ্যান্ড রাইটিংয়ের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠিত প্রতিযোগিতায় জয়লাভ করি। পুরস্কারসহ সার্টিফিকেট অর্জন করি। ইউটিউব চ্যানেল ও টিকটক অ্যাকাউন্টে হাতের লেখার ভিডিও বানিয়ে দেশ-বিদেশে জনপ্রিয়তা পাই। আস্তে আস্তে ফলোয়ার বাড়তে থাকে। এছাড়া অল্প বয়সে বিভিন্ন হ্যান্ডরাইটিং ইভেন্টে বিচারক হিসেবেও দায়িত্ব পালন করি। এছাড়া আমি হ্যান্ড রাইটিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য। আমি চেষ্টা করছি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাতে।
তার শিক্ষক আশিকুর রহমান সাগর বলেন, ছাত্রাবস্থায় সিফাতুল্লাহ অসাধারণ ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিং নিয়ে কাজ করে যাচ্ছে। হাতের লেখাও সুন্দর। এদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পরিচিতি লাভ করেছেন। তার উত্তরোত্তর সাফল্য কামনা করি।
আর বাবা শরিফুল ইসলাম জানান, ছোটবেলা থেকে তার ছেলে শান্ত প্রকৃতির। অত্যান্ত মেধাবী ছাত্র সিফাতুল্লাহ ইসলাম। সব পরীক্ষায় ভাল ফল করে উত্তীর্ণ হয়। অষ্টম শ্রেণিতে বৃত্তি পায়। লেখার প্রতি আগ্রহ দেখে চীন ও ভারত থেকে অনলাইনের মাধ্যমে কলম ও কালি কিনে দিই। ক্যালিগ্রাফি ও হ্যান্ড রাইটিংয়ের ওপর বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী হয়েছে দেখে বাবা হিসেবে আমি গৌরবান্বিত। ভবিষ্যতে তার সাফল্যের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনটি