পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে পটকা মাছ খেয়ে সুশিল দাস (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এছাড়াও আরো ১০-১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।
সোমবার (১৪ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। মৃত সুশিল দাস বরিশাল জেলার বানিপাড়া উপজেলার কদমবাড়ি এলাকায়।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মামুন হাসান জানান, ওই দিন দুপুরে পটকা মাছ খেয়ে একই সঙ্গে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে সুশিল দাসসহ ৩ জনকে মারাত্মক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠনো হয়। তাদের মধ্য থেকে সুশিল দাসকে কিছু সময় পর মৃত অবস্থায় কাউখালী হাসপাতলে ফেরত নিয়ে আসা হয়।
অসুস্থদের মধ্যে সমির দাস বাংলানিউজকে জানান, ওই দিন দুপুরে তারা ২৫ জনের একটি দল পৃথক দুটি নৌকায় করে সুন্দর বন থেকে মাছ ধরে বাড়ি ফিরছিলেন। এদের মধ্যে তাদের ট্রলারটিতে থাকা ১৩ জনের মধ্যে ১২ জনে পটকা মাছ খেয়ে দুপুরে অসু্স্থ পড়েন। তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখান থেকে ২ জনকে বরিশাল পাঠানো হয়েছে। বাকিদেরও বরিশালে চিকিৎসার জন্য নেয়া হবে।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনটি