ঢাকা: রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব)। তারা হলেন- শরিফ (৩২), সুমন মুন্সি (৩৪) ও আরামিন (২৪)।
সোমবার (১৪ মার্চ) বিকেল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর এএসপি বীণা রানী দাস।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর শ্যামপুর থানা এলাকায় চেকপোষ্ট বসিয়ে অভিযান চালায়। এ সময় ৩ জনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামিরা র্দীঘদিন যাবত কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রয় করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এমএমআই/এমএমজে