সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে রপ্তানি যোগ্য চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বংশীপুর মোড়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহ এ অভিযান পরিচালনা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তারা জানতে পারেন উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর মোড়ে জনৈক আবু জাফরের মাছের ঘরে বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করা হচ্ছে। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শহীদুল্লাহসহ মৎস্য দপ্তরের কর্মকর্তারা ওই মাছের ঘরে অভিযান চালায়।
এ সময় অপদ্রব্য পুশ করা অবস্থায় ডিপো মালিক আবু জাফরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অপদ্রব্য পুশকৃত চিংড়ি বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন শ্যামনগরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার ও থানা পুলিশের একটি দল।
বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এনটি