ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
জামালপুরে বিদেশি পিস্তলসহ যুবক আটক

জামালপুর: জামালপুরের ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারী পাড়া থেকে ১টি বিদেশি রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পৌর শহরের গাওকুড়া কাচারী পাড়া এলাকা থেকে তাকে আটক করে ইসলামপুর থানার পুলিশ।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্কমকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক (তদন্ত) কবির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার গাওকুড়া কাচারী পাড়ায় অভিযান চালায়। এ সময় একটি চায়না রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ দুলাল হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার দুলাল চিনাডুলী ইউনিয়নের কুতুবুল্লাহ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তিনি বর্তমানে ইসলামপুর পৌরসভার গাওকুড়া গ্রামে বসবাস করেন।

ইসলামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সুমন মিয়া জানান, গ্রেপ্তার দুলালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।