ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

ঈশ্বরদীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
ঈশ্বরদীতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

পাবনা (ঈশ্বরদী): পাবনার ঈশ্বরদীতে রত্না পারভীন (২৯) নামে এক গৃহবধূ ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।  

সোমবার (১৪ মার্চ) বিকেলে ঈশ্বরদী জংশন স্টেশনে দুই নাম্বার প্লাটফর্মে এ দুর্ঘটনা ঘটে।

 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

নিহত রত্নার স্বামী মাসুদ রানা বগুড়ার শেরপুরে কারারক্ষী হিসেবে রয়েছেন। তিনি পাবনার সুজানগর উপজেলার মানিকহাট গ্রামের মৃত সালাম প্রমাণিকের মেয়ে।  

প্রতক্ষ্যদর্শীরা জানান, বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেল মেইল ট্রেনটি ঈশ্বরদী স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে ঢোকামাত্র তিনি ট্রেনের সামনে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।  

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার বাংলানিউজকে জানান, আত্মহত্যার কারণ খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানোর চেষ্টা চলছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।