লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ছয়টি ড্রাম চিমনি উপড়ে চুল্লিগুলো পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।
সোমবার (১৪ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন অভিযান পরিচালনা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শান্তনু চৌধুরী।
তিনি জানান, লাইসেন্সবিহীন ইটভাটায় জ্বালানি কাঠ ব্যবহার করায় চর আলগী ইউনিয়নের চর সেকান্দর এলাকায় আল মাদানী ব্রিকসের স্বত্ত্বাধিকারী আব্দুর রবকে এক লাখ টাকা এবং চর রমিজ ইউনিয়নের চর মেহার এলাকায় হাওলাদার ব্রিকসের স্বত্ত্বাধিকারী মো. আব্দুল মালেককে একই অপরাধে এক লাখ টাকা জরিমানা আরোপপূর্বক আদায় করা হয়। পাশাপাশি ছয়টি ড্রাম চিমনি উপড়ে চুল্লিগুলো পানি দিয়ে নিভিয়ে ফেলা হয়।
অভিযানে ফায়ার সার্ভিস, রামগতি থানা পুলিশ সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
আরএ