ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় আবাসিক হোটেল থেকে ৪ যৌনকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
বরগুনায় আবাসিক হোটেল থেকে ৪ যৌনকর্মী আটক

বরগুনা: বরগুনার আমতলীতে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চার নারী যৌনকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৪ মার্চ) দুপুর ২টার দিকে পুরাতন লঞ্চঘাটে অবস্থিত ইসলামি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক হয়।

আটককৃতরা হলেন- ঢাকার কেরানীগঞ্জের মোসা. রোজিনা আক্তার নদী (৩০), বাকেরগঞ্জের রায়হান মোসা. নুপুর (৩৮), খুলনার মোসা. আছিয়া (২২) এবং বরগুনা পাথরঘাটার স্ত্রী ময়না (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইসলামিয়া আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। সেখানে বিভিন্ন কক্ষ থেকে চার যৌনকর্মীকে আটক করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে হোটেলের ম্যানেজার,  কর্মচারী ও খদ্দেররা পালিয়ে যান।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধ থানায় ২৯০ ধারায় মামলার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ১৪ মার্চ, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।