নাটোর: নাটোরের লালপুরে আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (২৫) এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে আব্দুলপুর রেলওয়ে স্টেশনে রেল লাইন পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
আব্দুলপুর রেলওয়ে স্টেশনে দায়িত্বরত সহকারী মাস্টার মো. জামিলুর রহমান এতথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ওই প্রতিবন্ধী যুবক অনেকদিন ধরেই স্টেশন ঘোরাফেরা করতো এবং ভিক্ষা করে জীবিকা চালাতো। আজ বিকেলে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর স্টেশনে প্রবেশ করছিল এসময় ওই যুবক রেল লাইন পার হতে গেলে ধাক্কা খেয়ে গুরুতর জখম হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আরএ