নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ৫ হাজার ৪ শত টাকা, ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি ট্রাক জব্দ করা হয়।
সোমবার (১৪ মার্চ) রাতে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (১৪ মার্চ) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগংরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ফরিদপুর সদরপুরের আড়িয়াল খাঁ এলাকার মৃত কাশেম শেখের ছেলে মিজান শেখ (৩৭) এবং একই এলাকার মৃত মুতা সিপাইর ছেলে শাহ আলম (৩২)।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর উপ-পরিচালক এ কে এম মুনিরুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক হয়ে একটি ট্রাকে করে কয়েক জন অবৈধ মাদক দ্রব্য নিয়ে ঢাকায় আসছেন। সেই সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায় চেকপোষ্ট বসিয়ে তাদেরকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।
বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ১৫ মার্চ, ২০২২
এমআরপি/এমএমজেড