রাঙামাটি: রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীতে শামুক কুড়াতে গিয়ে রূপসী চাকমা (২৭) নামে এক তরুণীর মৃত্য হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার বাঘাইছড়ি পৌরসভা এলাকার ৫ নম্বর ওয়ার্ডের পদ্মপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রূপসী চাকমার বাবা রাজা কুমার চাকমা বলেন, রূপসী সোমবার বিকেলে তার সহপাঠীর নিয়ে বাড়ির অদূরে কাচালং নদীর পাড়ে শামুক কুড়াতে যায়। হঠাৎ করে পাড় থেকে নদীতে পড়ে তলীয়ে যায় সে। পরে তার সহপাঠীর চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে নদীতে নেমে খোঁজাখুজি শুরু করে। পরে সন্ধ্যার দিকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।
বাঘাইছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমাম বলেন, রূপসী চাকমার বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
আরএ