ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বরিশালে পটকা মাছ খেয়ে জেলের মৃত্যু

বরিশাল: বরিশালের বানারীপাড়া উপজেলার কদমবাড়ী গ্রামে পটকা মাছ খেয়ে রবি বিশ্বাস নামে এক জেলের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ মার্চ) বিকেলে তার মৃত্যু হয়।

রবি কদমবাড়ী গ্রামের মৃত নিতাই বিশ্বাসের ছেলে।

মৃতের ভাই মনি বিশ্বাস দাবি করেন, প্রতিদিনের মতো সোমবার নদীতে মাছ ধরতে যান রবি। এ সময় নৌকায় বসে পটকা মাছ দিয়ে ভাত খান তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস এম মনিরুজ্জামান বলেন, পটকা একটি বিষাক্ত মাছ। এ মাছ খেলে বিষক্রিয়া হতে পারে আর তাতেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।